লালবাগ শাহী মসজিদে এক মনোহর ইফতার
সন্ধ্যার লালবাগ শাহী মসজিদ একটা দারুণ গল্প বলি- গতকাল ভার্সিটি শেষে ইফতার করতে গিয়েছিলাম পুরান ঢাকার চকবাজারে। বন্ধুদের নিয়ে হৈ হৈ রৈ রৈ ব্যপার। লোকাল জ্যাম আর দীর্ঘ পথ হেটে যখন চকবাজার গেলাম তখন আসরের ওয়াক্ত। স্থানীয় লোকাল মসজিদে নামাজ শেষে দেখি ফ্রেন্ডদের একেক জন একে গেট দিয়ে বেরিয়েছে। সবাই এক সাথে হতে হতে দেখি হাতে ইফতারের আর মাত্র ২০/২৫ মিনিট বাকি। এতো তুমুল উদ্দীপনা নিয়ে আসলাম কিন্তু এখনো কিছুই কেনা হলো না। এরপর খাবারের দোকান ঘুরে এবং জায়গার সংকুলান দেখে সত্যিকার সারমর্ম হলো এইভাবে ইফতার খাওয়াটা ভালো হবে না। মূহুর্তেই প্লান চেঞ্জ। লালবাগ গিয়ে কোন একটা রেষ্টুরেন্টে অথবা হোটেলে বসবো। লালবাগ যাচ্ছি, ইফতারের সময়ও ঘনিয়ে আসছে। এরপর এক লোকাল দোকানদারকে বললাম আমরা ইফতার করবো- আশেপাশে স্পেস আছে কিনা? সে বরাবর লালবাগ শাহী জামে মসজিদ দেখিয়ে দিলো। ১৭০৩ খ্রিঃ তৈরি হওয়া বিশালাকার মসজিদ। সুলতানী আবেশ আর মুসলিমদের গৌরবউজ্জ্বল ইতিহাসের অন্যতম নিদর্শন। মসজিদে ইফতার করিনি কখনো। এলাকার মসজিদ গুলো যখন বলে- তখন ভাবি এই ইফতারের হকদার হচ্ছে পথিকেরা। তবে কাল বেশ উচ্ছ্বাস নিয়েই...