যেসব স্বপ্ন আমি কোন দিন দেখতে চাই না!
ভোর রাতে স্বপ্নে দেখলাম আমি ভবঘুরে হয়ে কোথায় কোথায় যেনো ঘুরতেছি৷ শহরের রাস্তা কিন্তু ঠিক কোথায় বলতে পারবো না। হটাৎ দেখি কোন এক বাড়িতে আমি। তুমি পাশে। মিটমিট হাসতেছো৷ আমি অনেকদিন এই হাসি দেখি না। হঠাৎ তুমি বললা- তোমার বিয়ে হয়ে গেছে। স্বপ্নেই মনে হইতেছিলো এই কথা তুমি না বলতেই আমি জানি৷ তবুও যেই মূহুর্তে তুমি বললা তখন আমার বুকটা আটকে গেলো। আমি বললাম - আমি জানি, কিন্তু তুমি এই কথা বইলো না আমার ভাল্লাগতাছে না। তবুও তুমি মিটমিট করে হাসতেছো। এরপর তুমি ফোন থেকে একটা ছেলের ছবি দেখালে, বুঝলাম এটাই সেই ভাগ্যবান৷ কিন্তু কেন যেনো ছেলেটাকে চেনা চেনা আর খুব কুৎসিত লাগতেছিলো।
এরপর দেখি, আমি ওই বাড়িতেই একটা বিছানায় শুয়ে শুয়ে কাঁদতেছি৷ তুমি আশেপাশে নাই৷ এখন শুধু আমি একা। একটু পর দেখি আম্মু আমার পাশে। আমি কাঁদতেছি। যেই আমি তোমার কথা কোনদিন তাদের বলি নাই। আমি ভাঙা গলায় অল্পস্বল্প তোমার কথা বইলা আবার কাঁদতেছি। কিন্তু কেনো জানি মাঝে মাঝে মনে হইতেছিল আমি সত্যি কান্না করতেছি না, অভিনয় কিংবা কান্নার ভান করতেছি। এভাবে অনেকটা সময় যাওয়ার পর হটাৎ আব্বু আসলো। সেও একই কথা জিজ্ঞাসের পর আম্মু তারে সব বললো। সে বললো- ওরে ঘুমাইতে দেও।
আমি এভাবেই বিছানায় কাঁদতেছি আর শুয়ে আছি। আমার বুকটা তখনও সেই ভাবেই চাইপা আছে। আমার না খুব কষ্ট হইতেছিলো। এরপর হঠাৎ বিছানা থেকে উঠলাম। বিছানা থেকে নেমে সামনে যাবো এমন সময় দেখি মহাকাশের মতো চারদিক ভাঙাচোরা গ্রহ নক্ষত্র। এর মাঝে একটা ঘোড়া ছুটতেছে। হঠাৎ কি হইলো কেউ ঘোড়াটার উপর একটা বিশাল পাথড় চাপা দিয়ে দিলো....
এরপর ঘুম ভেঙে গেলো। আজকে তুলনা মূলক ঠান্ডা বেশি, তাও দেখি আমি ঘামে ভিজে চুপচুপ হয়ে গেছি। বুঝলাম এতক্ষণের সব কিছু দুঃস্বপ্ন। কিন্তু কেনো যেনো তখনও আমার বুকটা খুব চাপ দিয়ে ছিলো। সজাগ থাকা অবস্থায় যতই রাগ নিয়ে থাকি, আমি এখনো তোমারে মিস করি। স্বীকার করতে চাই না কিন্তু মনে হয় এখনো তোমারে ভালোবাসি। অনেক ভালোবাসি।
৩০/০১/২০২৫
বৃহস্পতিবার
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার গাঠনিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।