'মৌষলকাল' সামাজিক অথবা রাজনৈতিক এক উপাখ্যান!
![]() |
বইঃ মৌষলকাল |
বই পড়া বা শেষ করার ক্ষেত্রে বেশ কিছু অশুচি আছে আমার। কোন একটা বই ধরলাম আর শেষ করে ফেললাম এমনটা করার চেয়ে বেছে বেছে রত্ন খুঁজে বের করায় অতিরিক্ত স্বাছন্দ্য বোধকরি।
আর মন মতো মিলে গেলে তো এমন গভীর রাতে বসে একটা রিভিউ লিখে ফেলাই যায়।
বরাবরই ইতিহাস, সংগ্রাম ও কালজয়ী উপন্যাসগুলো আমায় টানে বেশি। উপনিবেশ পরবর্তী সময়ে ভারত উপমহাদেশের রাজনীতির চাইতে বড় ছলাকলার ইতিহাস আমি মোঘল, সেন কিংবা পারস্য উপকথাতেও পাইনি। বলা যায় এ আমার ছোট্ট জীবনেরই ব্যর্থতা।
সমরেশ মজুমদারের নব্বই দশক ও একবিংশ শতাব্দীর ছুঁইছুঁই অংশের রাজনৈতিক আবহাওয়ার আদলে বর্ণিত উপন্যাস 'মৌষলকাল'। উপন্যাসের নাম নির্বাচনে লেখক ভুল করেন নি। মূলত মৌষলকাল মহাভারতের একটি পর্ব। কিন্তু প্রচলিত একটি প্রবাদ- যা নেই ভারতে, তা নেই ভারতে অনুকরণ করতে গিয়েই বোধহয় এ নাম রেখেছেন। বলতেই হয় সাধু, সাধু।
মূল গল্পে আসি, নকশাল রাজনীতি করা মধ্যবয়স পেরোনো অনিমেষ, স্ত্রী মাধবীলতা এবং একমাত্র ছেলে অর্ককে নিয়ে সামাজিক ঘরনার উপন্যাস 'মৌষলকাল'। মূলত এটি সমরেশে মজুমদারের অনিমেষ-মাধবীলতা ও অর্ক সিরিজের শেষ বই।
মূল গল্প এগিয়েছে কেন্দ্রীয় চরিত্রে থাকা সাবেক নকশাল রাজনীতি করা পঙ্গু অনিমেষ ও মাধবীলতার বোঝাপোড়া ও মানিয়ে নেয়ার সামাজিক জীবন দিয়েই। রাজনীতির উত্থান পতনের গল্পই বয়ে কয়ে এবং একসময়কার রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার পালাবদলে সংকুচিত হয়ে পড়ার দৃশ্যই মূলত গল্পের প্রধান বাচ্য ছিলো।
উপন্যাসে লেখকের মূল দৃষ্টি ছিলো রাজনৈতিক ছলাকলা ও ক্ষমতার ছত্রছায়া মানুষকে কতটা বদলে দিতে পারে তা ফুটিয়ে তোলা। লেখক মূলত নব্বই দশকের নকশাল, মাওবাদী ও সিপিএমের মূল রাজনৈতিক ঘটনাপ্রবাহের এক অংশ তুলে ধরতে চেয়েছেন। এবং শেষ দিকে স্পষ্ট করেছেন গণমানুষের অধিকার ও আকাঙ্ক্ষার প্রজ্জ্বলনে কিভাবে উঠে আসে তৃণমূল কংগ্রেস।
বরাবর চার শ পেজের বইটিকে রাজনৈতিক উপাখ্যান বলার চাইতে সামাজিক জনরার অতি সুখাদ্য বলার পক্ষেই আমি। অনেকটা এভাবে বলা যায়, কোন একটা ছোট পরিবারের দৈনন্দিন জীবনে রাজনৈতিক প্রভাব ও দেশের পালাবদলের গান গাইয়ে যথার্থ শেষ করে দেয়া একটি গল্প।
সমরেশ মজুমদারের লেখার তাল লয় পুরোপুরি ধরতে পারিনি এখনো। তবে রাজনৈতিক পরিবেশের সংমিশ্রণ যে তার পছন্দনীয় ছিলো তাতে দ্বিমত নেই। বইটিতে বারবার প্রতিপাদ্য হিসাবে উল্লেখ করেছেন- 'রাজনীতি মানুষকে ক্ষমতা দেয় কিন্তু শান্তি দেয় না'।
তবে এখানে কিছু বিষয় নিয়ে কথা বলতেই হবে। বেশ কিছু রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনার ক্ষেত্রে লেখক ধরেই নিয়েছেন এইগুলো পাঠক জানে। তাই বর্ণনা সংক্ষিপ্ত করতে গিয়ে মূল প্রেক্ষাপট থেকে সরে গেছেন। হয়তো ভারতীয় কিংবা পশ্চিববঙ্গের পাঠকদের কাছে তা বোধগম্য হলেও বাংলাদেশী পাঠকদের যে একটু নাকানি চুবানি খাওয়াবে তাতে কোন সন্দেহ নেই।
আরেকটি বিষয়ক লেখক শুরু থেকে যে তুমুল স্রোতে গল্প বলে গেছেন তা বোধহয় শেষে একটু হলেও হারিয়ে ফেলেছেন। আনন্দ প্রকাশের কলকাতা ২০১৮ মুদ্রণে বেশ কিছু বানানগত জটিলতা ও দাঁড়ি কমার ভুল দেখা যায়।
সর্বশেষ, এক নাগাড়ে পড়ে ফেলার মতো দারুণ একটি বই 'মৌষলকাল'। রাজনীতি কিংবা সামাজিক বইটিকে আপনি যেভাবেই নেন আশা করি ভালোই লাগবে।
বই ঃ মৌষলকাল
লেখক ঃ সমরেশ মজুমদার
রিভিউ ঃ রেদোয়ান আহমেদ
রাত ১ টা বেজে ৫১ মিনিট
০৪/০৮/২০২৩
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার গাঠনিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।