বাংলাদেশী ওয়েব সিরিজের জমজমাট অবস্থা
গত দেড় দশকে বাংলাদেশের তৈরি নাটক সিনেমার মানের বেহাল অবস্থায় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি প্রায় পথে বসার উপক্রম হয়েছে। ওল্ড ক্ল্যাসিক গুলো এখনো কোন রকমে ইন্ডাস্ট্রি চালাচ্ছে। এই পথে বসার সময়ে বেশ কিছু নাটক ও বিভিন্ন OTT প্লাটফর্মে মুক্তি পাওয়া ওয়েব সিরিজগুলো যেনো বাংলাদেশি নির্মানে প্রাণ ফিরিয়ে আনছে। এই প্রান ফিরিয়ে আনার ধারায় যুক্ত হলো আশফাক নিপুন নির্মিত ‘মহানগর’। বাংলা নাটকের অন্যতম নক্ষত্র মোশারফ করিম ছিলেন এই সিরিজের মূল চরিত্রে ওসি হারুন হিসেবে। খুব সাধারণ একটা ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়ে প্রথম সিজনের আট পর্বের ‘মহানগর’। একটা পার্টি, একটা রোড এক্সিডেন্ট এবং প্রেমিকার সাথে মনমালিন্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা এক প্রেমিক নিয়ে শুরু হয় ঘটনা প্রবাহ। অকারনে নিরপরাধী কাউকে রাস্তা থেকে তুলে নেওয়া, অপরাধী থানায় থাকা অবস্থায়ও তাকে ছেড়ে দেওয়া নিয়ে দরকশাকশি ও নানা ফন্দিফিকির নিয়েই এই ‘মহানগর’। বাংলাদেশের প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সবচেয়ে লজ্জিত ও অবৈধ কাজ ঘুষ নিয়ে আসামীকে কৌশলে ছেড়ে দেওয়ার বিষয়টি খুব স্পষ্টই ফুটে ওঠে এতে। পাশাপাশি গল্পে দেখা যায় একজন নিরপরাধ মানুষ কিভাবে পুলিশের দূর্ততার শিকার হয়ে ফেঁসে যান। 'মহানগর' এর প্রতিটা দৃশ্যের ডিটেইলং ছিল অসাধারণ। অভিনয়, লোকেশন এবং ডায়লগ বলার ধরণ নির্মাণটি বেশ মনসম্মত করেছে। প্রধান চরিত্রগুলোর মধ্যে সবচেয়ে সক্রিয় অভিনয় ছিলো, ওসি হারুন, এসআই মলয়, ও আবির এর। নীতিবান পুলিশ অফিসার হিসেবে মলয়কে বেশ ভালো লেগেছে। তবে শেষ মূহুর্তে তার একটা ভুল দিয়েই শেষ হয় এই সিজন। ‘মহানগর’ এর এই সিজনের মেসেজটা দূর্দান্ত ছিলো। অপরাধ খুঁজে বের করতে অপরাধীর সাথে কিভাবে মিশে যেতে হয় তাই ফুটে উঠেছে কোতোয়ালী থানার ওসি হারুন বা মোশারফ করিমের চরিত্রে। সাধারণ একটা ঘটনার পেছনে কত বড় ঘটনা লুকিয়ে থাকে তা খুব স্পষ্ট ভাবে দেখিয়েছে এতে। এখন অপেক্ষা ‘মহানগর’ এর পরবর্তী সিজনের। মোশারফ করিম গ্রেফতার হলেন, এরপর কি হবে তা নিয়ে একটা শঙ্কা থেকেই গেলো… এদিকে জি-৫ এ ৯ জুলাই আসছে মোস্তফা সারোয়ার ফারুকির প্রথম ওয়েব সিরিজ ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’ ইতিমধ্যে প্রকাশ পাওয়া ট্রেইলার দেখেই বুঝা যাচ্ছে কেমন হবে সিরিজটি। একে তো ফারুকির মতো পাকা হাতের কাজ অন্যদিকে অভিনয়ে আছেন, হাসান মাসুদ, পার্থ বড়ুয়া, মামুনুর রশিদ, চঞ্চল চৌধুরী, শারাফ আহমেদ ও ইরেশ যাকেরের মতো মাস্টারক্লাসরা। এককথায় জমে ক্ষীর।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার গাঠনিক মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ।