অবহেলা ( ছোট গল্প )

বেসরকারি টিভি নিউজ:-করোনার উপশম থাকায় একজনকে বাসস্টপে নামিয়ে দেয় অন্যান্য যাত্রীরা।নমুনা পরীক্ষায় ওই যাত্রীর শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে।

খবর দেখে হাসছে রিমির বাবা।
বাবা হাসছো কেন?
আরে বলিস না, ওই বাসে তো আমিও ছিলাম। আমরাই লোকটাকে নামিয়ে দিলাম।
বলো কী? তাহলে তুমি এখনই আলাদা থাকছো না কেন?
না না, আলাদা থাকতে যাবো কেন? আমি তো ছিলাম বাসের শেষে আর আর ওই লোক সামনে। এইসব নিয়ে তুই চিন্তা করিস না।
রিমি আর কিছু বললো না।

কয়েকদিন পর...
রিমির বাবা এবং মায়ের হালকা কাঁশি শুরু হলো।
বাবা তোমার কিন্তু কাঁশি শুরু হয়েছে?

আরে মা, এটা সাধারন ঠাণ্ডা কাঁশি!


রেদোয়ান আহমেদ
০৫ এপ্রিল ২০২০
নারায়ণগঞ্জ।  

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ

_________________________________________________

এখানে প্রকাশিত সমস্ত লেখা 'রেদোয়ান আহমেদ' কর্তৃক সংগৃহীত। © ২০২১-২০২৫